রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িবিনোদনদীর্ঘদিন পরে ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী মেহেরিন মধু 

দীর্ঘদিন পরে ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী মেহেরিন মধু 

দীর্ঘ ছয় মাস কোন ক্যামেরার সামনে দেখা যায়নি অভিনেত্রী মধুকে। সাম্প্রতি তিনি অনেকগুলো কাজ নিয়ে ফিরেছেন, যার মধ্যে কয়েকটি কাজের শুটিং শেষ হয়েছে এবং আরো বেশ কিছু কাজের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন।দীর্ঘদিন ক্যামেরার সামনে না আসার কারণ হিসেবে মধু বলেছেন “আমি বরাবরই খুবই বেছে কাজ করি এবং মনের মত গল্প হলেই তখন কাজ করি। তবে পড়াশোনার চাপে আমি বেশ কিছুদিন কাছ থেকে বিরতি নিয়েছিলাম। পরীক্ষা ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার জন্য আমার ওজন ও বেশ কিছু বেড়ে গিয়েছিল, আমার ওজন কমাতেও একটু টাইম লেগেছে।তবে আশা করি এবার দর্শকদের ভালো কিছু কাজ উপহার দিব “।জানা গেছে যে মেহেরিন মধু বর্তমানে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়াশোনা করছেন। যদিও মধু বড় পর্দা দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন, তবে এখন বড় পর্দায় কাজ না করার কারণ হিসেবে যা বললেন “বড় পর্দার কাজ করতে একটু বেশি টাইম লাগে কিন্তু আমার পড়াশোনার চাপে এখন এই টাইমটা বের করতে পারছি না। এর মধ্যে বেশ কিছু সিনেমার অফার এসেছে কিন্তু আমি পড়াশুনার জন্য কাজগুলো নিতে পারিনি। তবে পড়াশোনার ফাঁকে ফাঁকে অবশ্যই ভালো কোন গল্প পেলে কাজ করার চেষ্টা করবো”।আরো জানা যায় যে সম্প্রতি তিনি “ব্লু টিম ক্রিয়েশন “নামক একটি মিডিয়া হাউজের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা