মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ! এ অভিনেত্রী এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা! আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছুই জানায়নি ভিকি-ক্যাট। তবে এমনই গুঞ্জন উড়ছে বলি টাউনে।
মূলত, গত শুক্রবার স্বামী ও শাশুড়ির সঙ্গে সিদ্ধিবিনায়কের মন্দিরে পূজা দিতে দেখা যায় ক্যাটরিনাকে। ঢিলেঢালা সবুজ সালোয়ার-কামিজে দেখা যায় এই অভিনেত্রীকে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ছবি। আর তাতেই ফের ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরের জল্পনা শুরু হয় তার ভক্তমহলে।
একাংশের দাবি, ছয় মাসের অন্তঃসত্ত্বা ক্যাটরিনা। কারণ, গত কয়েক মাস ধরেই অভিনেত্রীকে ঢিলেঢালা পোশাকেই দেখা যাচ্ছে। ক্যামেরা দেখলেই দ্রুত এড়িয়ে চলে যাচ্ছেন তিনি। তাতেই বাড়ছে কৌতূহল।
সাম্প্রতিক সময়ে ক্যাটরিনার যতগুলো ছবি সামনে এসেছে, বেশিরভাগ ছবিতেই তাকে দেখে অনেকেরই স্পষ্ট মনে হয়েছে যে, তিনি অন্তঃসত্ত্বা! তবে এটি নেহাতই জল্পনা নাকি সত্যি তা জানা যাবে সময় হলেই।