দেশের ইতিহাসে দুই দিনের ব্যবধানে আবার সোনার দাম বেড়েছে। তাতে মূল্যবান এ ধাতুর দামে নতুন আরেকটি রেকর্ড হয়েছে। এ দফায় প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ৪ হাজার ১৮৭ টাকা। দেশে সর্বকালের সব রেকর্ড ভেঙে স্বর্ণের ভরি ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রোববার থেকে নতুন দাম কার্যকর হবে।
শনিবার (১২ এপ্রিল) প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। সেই হিসাবে কাল থেকে প্রতি ভরি স্বর্ণের দাম বাড়বে ৪ হাজার ১৮৭ টাকা।
বাজুস নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ১০ হাজার ২৭১ টাকা নির্ধারণ করা হয়েছে।