সিলেটের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে যে পেঁয়াজ ৫০ থেকে ৫৫টাকা কেজিতে বিক্রি হয়েছিল আজ তা বেড়ে ৭৫ থেকে ৮০টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
গেল মাসে সিলেটের বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়েছিল। কিন্তু দেড় মাসের ব্যবধানে তা বাড়তে বাড়তে এখন দ্বিগুণের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে।
পেঁয়াজের এই মূল্য বৃদ্ধিতে অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে। বাজার নিয়ে হতাশ তারা। ক্রেতারা বলছেন, দিন দিন পেঁয়াজের দাম ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে।
দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতারা বলেন, তাদেরকে বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে। পাশাপাশি পেঁয়াজের আমদানি বন্ধ হওয়া, পর্যাপ্ত সরবরাহ না থাকাকেও দাম বাড়ার কারণ হিসেবে উল্লেখ করছেন বিক্রেতারা।