আগামী ২২ জুন থেকে চিনির দাম কেজিতে সার্বোচ্চ ২৫ টাকা করে বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছে মিল মালিকরা। নতুন প্রস্তাবে প্রতিকেজি খোলা চিনি ১৪০ টাকা এবং প্যাকেট চিনি ১৫০ টাকা নির্ধারণের কথা জানানো হয়েছে।
সোমবার (১৯ জুন) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাণিজ্য সচিব বরাবর ওই চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, বর্তমানে আমাদের প্রতি টন অপরিশোধিত চিনির আমদানি মূল্য ৬৪০-৬৫০ মার্কিন ডলার। যা বর্তমানে খালাস হচ্ছে এবং প্রসেস করে বাজারে সরবরাহ করা হচ্ছে। বর্তমান আমদানি মূল্য, ডলারের বিনিময় হার, বর্ধিত ব্যাংক সুদ, জাহাজ বিলম্বজনিত জরিমানা এবং স্থানীয় পরিশোধনকারী মিল সমূহের উৎপাদন ব্যয় বিবেচনা করে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন পরিশোধিত চিনির মূল্য সমন্বয়ের প্রয়োজন।
সরকার নির্ধারিত হারে বর্তমানে প্রতিকেজি খোলা চিনির দাম ১২০ টাকা এবং প্যাকেট চিনি ১২৫ টাকা। নতুন প্রস্তাবে আগামী ২২ জুন থেকে প্রতিকেজি খোলা চিনি ১৪০ টাকা এবং প্যাকেট চিনি ১৫০ টাকা নির্ধারণের কথা জানানো হয়েছে।
তবে বর্তমানে সরকার নির্ধারিত দাম মানছেন না অনেকেই। বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি চিনি ১৩৫ টাকা থেকে ১৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।