বুধবার, জানুয়ারি ১, ২০২৫
No menu items!
বাড়িআন্তর্জাতিকদক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে  ১৭৯

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে  ১৭৯

দক্ষিণ কোরিয়ার একটি বিমানবন্দরে ১৮১ জন আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১৭৯ জনে। দুর্ঘটনায় কেবল ২ জন বেঁচে গেছেন।দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেন রানওয়ে থেকে সরে গিয়ে একটি সীমানা প্রাচীরে আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে।পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদসংস্থা আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ১৮১ জন যাত্রী নিয়ে বহনকারী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে বিমানবন্দরের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। আঘাতের ফলে বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে এবং অনেকে আহত হয়।দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে স্থানীয় সময় সকাল ৯টার কিছু পরে জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ দেশের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।বিমানে থাকা এক যাত্রীর পরিবারকে পাঠানো তার শেষ বার্তা অনুযায়ী, বিমানের ডানায় পাখি আটকে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। যদিও এখনও পর্যন্ত এই দুর্ঘটনার কারণ সম্পর্কে কোন মন্তব্য করেনি কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা