শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
No menu items!
বাড়িঅপরাধঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব গ্রেপ্তার

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব গ্রেপ্তার

 

 

 

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।তিনি  বলেন, ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকীকে সাভারের নবীনাগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সাবেক এ সংসদ সদস্যর নামে ঝিনাইদহ সদর থানায় তার বিরুদ্ধে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।ঝিনাইদহ-২ (সদর আংশিক ও হরিণাকুণ্ডু উপজেলা) থেকে তাহজীব আলম সমি ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা