রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িঅপরাধস্ত্রীর সঙ্গে প্রেমিককে অন্তরঙ্গ অবস্থায় দেখে গলা কেটে হত্যা

স্ত্রীর সঙ্গে প্রেমিককে অন্তরঙ্গ অবস্থায় দেখে গলা কেটে হত্যা

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়ায় প্রেমিককে অন্তরঙ্গ অবস্থায় দেখে প্রেমিককে গলা কেটে হত্যা করলো স্বামী।সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার কেওয়া চন্না পাড়া গ্রামের আজিজুল মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত পরকীয়া প্রেমিকের নাম আশরাফুল ইসলাম (৩৫)।আশরাফুল ইসলামের বাড়ি ফরিদপুর জেলায়।সে চন্নাপাড়া এলাকায় জায়গা ভাড়া নিয়ে এস এস ফ্যাশন নামে একটি কারখানা পরিচালনা করতেন। এ সময় স্ত্রী তাসলিমাকে (৩২)কে দাঁড়ালো দা দিয়ে কোপিয়ে গুরুতর আহত করেছেন। স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। স্ত্রীর অবস্থা আশঙ্কা জনক রয়েছে।ঘটনার পর থেকে ঘাতক স্বামী আজিজুল পলাতক রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,১০ বছর আগে আজিজুল ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে এসে এখানে জমি কিনে বাড়ি করে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।তার তাসলিমা স্ত্রী এস এস ফ্যাশনের চাকুরি করতো। এই সুবাদে কারখানা স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম তাসলিমার বাড়িতে আসা যাওয়া ছিল। কিন্তু বিষয়টি স্বামীর কাছে সন্দেহ হলে স্ত্রীকে চোখে চোখে রাখেন আজিজুল। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ ঘরে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে দা দিয়ে দুজনকেই এলোপাথাড়ি কুপিয়ছেন।এতে ঘটনাস্থলেই পরকীয়া প্রেমীক আশরাফুলের মৃত্যু হয়। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,ঘটনাস্থল থেকে পরকীয়া প্রেমিক আশরাফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় ঘাতক স্বামী পলাতক রয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা