শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
No menu items!
বাড়িঅপরাধচট্টগ্রামে গাাঁজাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রামে গাাঁজাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রামে ৪৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে করেছে র‌্যাব।সেমাবার (৪ নভেম্বর) চান্দগাঁও থানা এলাকার একটি কাঁচাঘরের ভেতর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক কারবারির নাম মো. জুয়েল (৩৪)। তিনি অক্সিজেন শহীদ পাড়া এলাকার মো. হানিফের পুত্র।বিষয়টি নিশ্চিত করেন র‌্যার -৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক শরীফ উল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন এলাকায় একটি কাঁচাঘরের পাশে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ করছে এমন তথ্যের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় ঝোপের আড়াল থেকে কালো রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো ২৩ বান্ডেলে মোট ৪৬ কেজি গাঁজা উদ্ধর করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা। পালিয়ে যাওয়ার সময় মো. জুয়েলকে আটক করা হয়েছে। আটক মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা