গাজীপুরের শ্রীপুরে দারুলউলুম সামাদনগর মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের উত্তর মাওনা এলাকায় দারুলউলুম সামাদনগর মাদ্রাসায় ফল প্রকাশ শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন মুলাইদ ঈদগাহ কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল খালেক,টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক তোফাজ্জল হোসেন মাস্টার,জামিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মোবারক হোসেন,দারুলউলুম সামাদনগর মাদ্রাসার পরিচালক রেজাউল করিম,মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক সহ প্রমুখ।মাদ্রাসা সূত্রে জানা যায়,দারুলউলুম সামাদনগর মাদ্রাসাটি একটি আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।অত্র মাদ্রাসাটি ২০২২ সালে মরহুম ডা: ওয়াজ উদ্দিন প্রতিষ্ঠা করেন।দ্বীনি শিক্ষা প্রসারের জন্য তিনি জমি দান করেছেন।প্রতিষ্ঠা লগ্ন থেকেই মাদ্রাসাটি আধুনিক ও দ্বীনি শিক্ষার মাধ্যমে পরিচালিত হচ্ছে।বর্তমানে অত্র প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।দারুলউলুম সামাদনগর মাদ্রাসার মোহতামিম মুফতি আবু নোমান বলেন,আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।ফলাফল প্রকাশ শেষে শ্রেণি ভিত্তিক মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।