সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে গাজীপুরের শ্রীপুরে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস।শনিবার (০২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর উদ্যোগে উপজেলা চত্বরে বর্নাঢ্য র্যালী ও জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা সমবায় সহকারী পরিদর্শক ফিরোজ উদ জামানের সঞ্চালনায় সমবায় অফিসার শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:প্রণয় ভূষণ দাস,উপজেলা আইসিটি অফিসার নিলুফা সুলতানা,উপজেলা সমবায় অফিসের পরিদর্শক মোয়াজ্জেম হোসেন।এছাড়া ও সমবায় সমিতি ও মাল্টিপারপাস কো-অপারেটিভ এর বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।এ সময় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:প্রণয় ভূষণ দাস,মাওনা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সহ সভাপতি রেজাউল করিম,মফিজ উদ্দিন,আমিনুল ইসলাম খান,মঈনুদ্দিন সহ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,প্রতি বছর নবেম্বর মাসের ১ম শনিবার দিবসটি সারাদেশ ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়। জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য দিনটি পালন করা হয়।
শ্রীপুরে সমবায় দিবসে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 Comments
আরো দেখুন