রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িসর্বশেষশ্রীপুরে যুবদল ও শ্রমিকদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শ্রীপুরে যুবদল ও শ্রমিকদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার ও জেলা শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলামের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল-পূর্ব পথসভায় বক্তারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।গত বৃহস্পতিবার রাতে ফাইজুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে শ্রীপুর থানায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ মামলা রুজু করে।ফাইজুলও জেলা যুবদলের সদস্য। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিএনপির একজন বাদী হয়ে মামলা করেছেন।আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। আরিফুল ইসলাম সরকার বলেন, কোনো তদন্ত ছাড়া পুরো একটি মিথ্যা অভিযোগে মামলা রুজু করেছে শ্রীপুর থানা।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা