গাজীপুরের শ্রীপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরোধী সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।১৫টি সাইকেল নিয়ে তরুণরা এ র্যালিতে অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারুণ্যের শক্তিতে দুর্নীতি রুখে দেওয়ার অদম্য শক্তি সঞ্চয়ের ব্রত নিয়ে সাইকেল র্যালিটি অনুষ্ঠিত হয়।শুক্রবার সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে দুর্নীতিবিরোধী সাইকেল র্যালিটি শুরু হয়। এতে সার্বিক সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন স্পেশাল রেসপন্স টিম (এসআরটি) শ্রীপুর শাখা।সাইকেল র্যালি উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদক লেখক সাঈদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান বলেন,আমরা দুর্নীতিকে পরাজিত করতে চাই তারুণ্যের শক্তি দিয়ে । সে ক্ষেত্রে শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক সফি কামাল দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি নাসির উদ্দীন, লেখক নিতু চৌধুরী। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয় শ্রীপুর-কাপাসিয়া সড়ক ঘুরে ফের উপজেলা চত্বরে এসে শেষ হয়।এসআরটি শ্রীপুর শাখার দলনেতা জুবায়ের আহম্মেদ বলেন, সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।