গাজীপুরের শ্রীপুরে লবলং খাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের আধুরবান এলাকায় লবলং খাল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে।নিহত ওই বৃদ্ধের নাম রমজান আলী(৪৮)।সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধুরগোলা মাইজবাগ গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। ১২ বছর আগে পরিবার নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে রিক্সা চালাতেন।বর্তমানে তিনি গাজীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।