শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়শ্রীপুরে ওলামা দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল

শ্রীপুরে ওলামা দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জুলাই-আগস্টে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় তেলিহাটি ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার ওমর আলী সুপার মার্কেটে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে তেলিহাটি ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসাইনের সঞ্চালনায় তেলিহাটি ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা আবুল কালাম কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এসএম ডা রফিকুল ইসলাম বাচ্চু।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য এবং গাজীপুর জেলা ওলামা দলের আহ্বায়ক কারী সিরাজুল ইসলাম,শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রমজান, শ্রীপুর উপজেলা ওলামা দলের সভাপতি মোখলেস উদ্দিন কফিল,শ্রীপুর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ কারী নজরুল ইসলাম,শ্রীপুর পৌর ওলামা দলের সভাপতি কারি ইব্রাহিম,মাওনা ইউনিয়ন ওলামা দলের সভাপতি কবির হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মিলাদ ও দোয়ায় অংশ নেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা