রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
No menu items!
বাড়িছবি-ঘররিসোর্টের লেকে ডুবে যাওয়ার ২৬ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

রিসোর্টের লেকে ডুবে যাওয়ার ২৬ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের গজারিতলা গ্রামে লেকের পানিতে ডুবে যাওয়ার ২৬ ঘন্টা পর উদ্ধার হয়েছে স্কুল ছাত্র আরিয়ান স্বপ্নীলের(১৪) মরদেহ। মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে সেখানকার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামেলি রিসোর্টের ফ্যামেলি মার্টের সামনের লেক থেকে মরদেহটি উদ্ধার হয়।

আরিয়ান স্বপ্নীল গাজীপুর সদরের হারিনাল গ্ৰামের মো. রাসেলের ছেলে। ওই গ্রামের একটি স্কুরের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন তিনি। এর আগে গত সোমবার বৈশাখীর দিনে বাবার সঙ্গে আরিয়ান স্বপ্নীল ওই লেকে সাঁতার কাটতে যান। এক পর্যায়ে দুপুর ১টায় লেকের পানিতে নিখোঁজ হয়েছিলেন তিনি। প্রথম দিন নিজেদের উদ্যোগে লেকে অনুসন্ধান চলানো হয়। দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা অনুসন্ধ্যান চালায়। অবশেষে প্রায় ২৬ ঘন্টার পর বিকেল ৪টা ২০ মিনিটে পানি থেকে আরিয়ান স্বপ্নীলের নিথর মরদেহ উদ্ধার করেন তারা।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা মো. ইদ্রিস আলী বলেন, ডুবুরি দলের সদস্যরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পানিতে ডুব দিয়ে অনুসন্ধান চালানোর সময় মরদেহটি দেখতে পায়। এর পর সেটি উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পরিবারের সম্মতিতে লাশ নিহতের বাবার কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে তারা অনুসন্ধান চালাচ্ছিলেন।
আরিয়ান স্বপ্নীলের বাবা রাসেল বলেছিলেন, আরিয়ান স্বপ্নীল গত শনিবার শ্রীপুরের প্রহলাদপুর গ্রামে খালার বাড়িতে বেড়াতে যায়। এর পর সোমবার তিনি তার মেজো ছেলেকে সঙ্গে নিয়ে আরিয়ানকে আনতে যান। সেখানে গিয়ে তিনি তার দুই ছেলেকে নিয়ে পাশ্ববর্তী ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামেলি রিসোর্টের ফ্যামেলি মার্টের সামনের লেকে সাঁতার কাটতে যান। রিসোর্ট অফিস থেকে তিনি এক ঘন্টার জন্য একটি লাইফ বোট রিং ভাড়া নেন।‌ সেটি নিয়ে তিনি দুই ছেলেকে সহ প্রায় ৪৫ মিনিট সাঁতার কেটেছেন। এক পর্যায়ে গায়ের ময়লা পরিষ্কার করার জন্য মেজো ছেলেকে নিয়ে তিনি লেকের পাড় থেকে কিছুটা দূরে গিয়েছিলেন। যাওয়ার আগে স্বপ্নীলকে পানিতে নামতে নিষেধ করে গিয়েছিলেন। কিন্তু স্বপ্নীল তাঁকে ফাঁকি দিয়ে তার খালাতো ভাইয়ের সাঙ্গে ফুটবল নিয়ে পানিতে নেমে পড়ে। এর পর এক পর্যায়ে সে ‘ আব্বা ‘ বলে চিৎকার করে পানিতে নিখোঁজ হয়ে যায়।

সাবস্ক্রাইব
Notify of
guest
400


0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা

রেমিট্যান্সে জোয়ার, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার