নাসির হোসেন, মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার মির্জাপুরে সাধুবেশে ২ টি সি আর মামলায় হোসনে আরা বেগম নামে নারী আসামীকে গেপ্তার করলো মির্জাপুর থানা পুলিশ।
অভিযুৃক্ত নারী বাড়ি মির্জাপুর উপজেলা বাঁশতেল ইউনিয়ন তেলিপাড়া গ্রামের স্বামী জাহাঙ্গীর এর স্ত্রী।
এ ব্যাপার মির্জাপুর থানা এস আই রামকৃষ্ণ দাস সংবাদ বলেন, আমি এবং আমার সহকারী কনস্টেবল মো দেলোয়ার সাধু বেশে ০২ টি সি আর মামলায় ০৩ মাসের সাজাপ্রাপ্ত আাসামী গ্রেপ্তার করি।