নিজের তৈরি আরসি বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার যুবক জুলহাস মোল্লা। তার বিমান উড্ডয়ন দেখতে যমুনার তীরে বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করেছেন।
জুলহাসের পরিবারের সদস্যরা বলেন, ‘ছোটবেলা থেকেই জুলহাস প্লাস্টিকের জিনিস কাটাকুটি করে কিছু বানানোর ইচ্ছে পোষণ করত। মাঝে মাঝেই বলত, একদিন সে কিছু তৈরি করবে, যা সারাদেশ দেখবে। গত চার বছর ধরে প্লেন উড্ডয়ন নিয়ে চেষ্টা করছে। এবার সফল হয়েছে, গতকাল ৫০ ফুট ওপরে উড়াতে সক্ষম হয়েছে। তার গবেষণা করার ব্যাপারে আগ্রহ রয়েছে।’
এ বিষয়ে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, ‘জুলহাসের এই গবেষণা কাজের জন্য সরকার তাকে সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহিত করা হয়েছে।’