ফরিদপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১ টার দিকে
ফরিদপুর-বরিশাল মহাসড়কের সদর উপজেলার বাখুণ্ডা শরীফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত পাঁচ জনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন: নগরকান্দা উপজেলার শিয়ালকান্দি গ্রামের জোয়াত সরদার (৭০), তার ছেলে ইমন সরদার (২২); লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া গ্রামের আজিবর শেখ (৪৫); নগরকান্দা উপজেলার তালমা গ্রামের ভারতী সরকার (৪০); নগরকান্দা উপজেলার দিপা খান (৩৪) ও চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৫)। আহতদের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাই ডেক্স নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালান।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। প্রায় সবাই-ই আহত। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বাসের যাত্রীরা বলেন, মূল চালক না থাকায় হেলপার বাস চালাচ্ছিলেন। তার মধ্যে কিছুটা ঘুম ঘুম ভাব থাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাস নিয়ে উল্টে খাদে পড়ে যান।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বাসটি উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে ৪০ জনের মতো আহত হয়। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাত জনকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে প্রত্যেক নিহতের পরিবারকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা দাফন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া, এই দুর্ঘটনার কারণ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।