রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িজাতীয়পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু:সংশ্লিষ্ট পক্ষের দায় দেখছে বুয়েট

পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু:সংশ্লিষ্ট পক্ষের দায় দেখছে বুয়েট

গাজীপুরের শ্রীপুরে পিকনিকে ব্যবহৃত বিআরটিসির দ্বিতল বাসে বিদ্যুৎপৃষ্ঠে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার দুই দিনের মাথায় ঘটনাস্থল পরিদর্শন করেছে তিনটি তদন্ত কমিটির সদস্যরা।সোমবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রাম, একই ইউনিয়নের মাটির মায়া ইকু রিসোর্ট ও রিসোর্টে যাওয়ার গ্রামীন সড়কটি পরিদর্শন করেছে কমিটির সংশ্লিষ্টরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আইইউটি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গঠিত তদন্ত কমিটিগুলো এসব স্থান পরিদর্শন করেন। স্থানীয় লোকজন ও তদন্ত দলের সূত্র জানায়, দুপুরে প্রথমে ঘটনাস্থলে আসে আইইউটি এবং পল্লীবিদ্যুতায়ন বোর্ডের দু’টি তদন্ত দল । এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আলাদা একটি তদন্ত দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা দুর্ঘটনাস্থল থেকে মাটির মায়া ইকো রিসোর্ট পর্যন্ত নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন ও বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে আইইউটির গঠিত তদন্ত দলের প্রধান ও ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাকিবুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। এসব তথ্যের ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।পরিদর্শন শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জিয়াউর রহমান খান গনমাধ্যকে বলেন, আমরা স্বপ্রনোদিত হয়ে ঘটনাস্থল তদন্তে এসেছি। এ ঘটনার জন্য পার্ক কর্তৃপক্ষ, আয়োজক প্রতিষ্ঠান,পল্লীবিদ্যুৎ সকলের দায় রয়েছে। বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের গঠিত তদন্ত দলের প্রধান ও ওই বোর্ডের প্রধান প্রকৌশলী ( প্রকল্প ) আবদুর রহিম মল্লিক জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন। যথাসময়ে প্রতিবেদন দাখিল করবেন। তিনি আরো বলেন, এই ঘটনায় পল্লী বিদ্যুতের মোট ৭ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

কালিহাতীতে আ’লীগ নেতা আটক 

ব্রাজিলে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা