রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
No menu items!
বাড়িসর্বশেষপটুয়াখালীতে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

পটুয়াখালীতে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় প্রাইভেটকার- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেসিডেনসিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।শনিবার (২৮ ডিসেম্বর)দিবাগত রাত আটটার দিকে মির্জাগঞ্জ সড়কের দুইনম্বর ব্রিজ সংলগ্ন সিকদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীর নাম নেয়ামুল হক ওরফে নাফিজ। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নেয়ামুল পটুয়াখালীর মুন্সেফ পাড়া এলাকার বাসিন্দা আইনজীবী নাজমুল হকের ছেলে।দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন নেয়ামুলের বন্ধু সাফিন ও ফারাবী। এর মধ্যে সাফিনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ফারাবীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।স্থানীয় লোকজন জানান, শনিবার সন্ধ্যায় নেয়ামুল ঢাকা থেকে আসা দুই বন্ধু সাফিন ও ফারাবিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পায়রাকুঞ্জ ঘুরতে যান। পায়রাকুঞ্জ থেকে শহরে ফেরার পথে দুইনম্বর ব্রিজ সংলগ্ন সিকদার বাড়ির সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নেয়ামুল ও তার বন্ধু সাফিন গুরুতর আহত হন। তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নেয়ামুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাফিনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পটুয়াখালী থানার কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, “মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিন আরোহী আহত হন। পরে আহত নেয়ামুল মারা গেছেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা