গাজীপুরের কাপাসিয়ায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও তিন জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার ভোররাত ৩ টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের বড়হর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম রুমা আক্তার (৪৫)।তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলা পাঁচঘাট গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। নিহত নারী ৯ সন্তানের জননী। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান,বুধবার ভোর রাত ৩ টার দিকে একটি সিএনজিটি ঢাকা থেকে পাকুন্দিয়া যাওয়ার সময় হঠাৎ ব্রেক ফেল করে খাদে পড়ে যায়। এ সময় এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হন।তবে দুর্ঘটনায় কবলিত অটোরিকশাটি এখনও খাদে পড়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন,ঢাকা- কিশোরগঞ্জ কাপাসিয়ার এলাকায় আঁকাবাঁকা রাস্তার কারণে দিন দিন সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই দুর্ঘটনা রোধে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের দাবি জানান তাঁরা।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আবদুল বারিক বলেন,অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।