শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এ পর্যন্ত কাজের ৬৫ শতাংশ সম্পন্ন হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মো. রবিউল আওয়াল দাবি করেছেন, গুণগত মান বা স্থায়িত্বের ক্ষেত্রে কোনো গাফিলতি রাখা হয়নি।তিনি আরও জানান, নির্মাণ সামগ্রী, বিশেষত বালুর গুণগত মান নিয়ে স্থানীয় যুবকদের আপত্তির কারণে প্রতিষ্ঠানটি প্রতিটি সামগ্রী নিজস্ব পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর কাজে ব্যবহার করছে।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক) কনসালট্যান্ট প্রকৌশলী পুলক দাস বলেন, “মহাসড়কে ব্যবহৃত বালুর পোর্ট ২.২-এর উপরে থাকা বাধ্যতামূলক। নিয়মিত মান যাচাই করা হচ্ছে। পোর্ট কম হলে সেটি কাজে ব্যবহার করা হয়নি।তিনি আরও জানান, স্থানীয় আপত্তির কারণে ধলাটেংগর এলাকায় ৫ নম্বর ব্রিজের পাশে ব্যবহৃত বালুর কাজ স্থগিত রাখা হয়েছে। সেই বালুর নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হলে বালুটি কাজে ব্যবহার করা হবে, অন্যথায় তা ফেরত দেওয়া হবে।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, “ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড দেশের স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠান। তাদের গুণগত মান নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে কাজের গতি কিছুটা ধীর।সরকারি প্রকল্পটির কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।