গাজীপুরের কালিয়াকৈ একটি জলাশয় থেকে মালিকানাহীন কালো রঙের দামী একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) সকালে উপজেলার আটাবহ ইউনিয়নের আশিক নগর এলাকার গাড়িটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ স্থানীয় একটি জলাশয় থেকে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান,আশিক নগর এলাকায় স্থানীয় একটি জলাশয়ে মালিকানা বিহীন একটি দামী গাড়ি পড়ে ছিল। স্থানীয়রা ধারণা করছেন,শনিবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের একটি জলাশয়ে পড়ে যায়। গাড়িটি জলাশয়ে পড়ে থাকলেও মালিকের খোঁজ পাওয়া যায় নি।রোববার সকালে জলাশয়ে দামী গাড়িটি দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে মালিকানাহীন দামি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) যুবায়ের আহমদ বলেন,গাড়ির মালিকানা এখনো শনাক্ত হয়নি।
গাড়ির মালিক শনাক্তের চেষ্টা চলছে। যাচাই-বাছাই শেষে বৈধ মালিকের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত অব্যাহত রয়েছে।