বুধবার, মার্চ ১২, ২০২৫
No menu items!
বাড়িঅপরাধগাজীপুরে  ফেসবুকে স্টাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

গাজীপুরে  ফেসবুকে স্টাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে স্টাটাস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেম। ফেসবুকে নিজের গলায় লুঙ্গি দিয়ে ফাঁস দেওয়ার ভঙ্গিময় ছবি পোস্ট করার এক ঘণ্টার মধ্যে মো. সৌরভ হাসান দিপু (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংদিঘী উত্তরপাড়া গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দিপু ওই গ্রামের মো. শাহীন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিপু বৃহস্পতিবার বেলা ১০টা ২৫ মিনিটে নিজের ফেসবুক আইডিতে লুঙ্গি দিয়ে ফাঁসের অঙ্গভঙ্গির একটি ছবি পোস্ট করেন। ওই পোস্টে কোনো ক্যাপশন ছিল না। এর এক ঘণ্টার মধ্যেই পাশের কক্ষ থেকে দেওয়াল টপকে তার স্বজনরা ঘরে ঢুকে ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করেন।

দিপুর ফেসবুক আইডি ঘেঁটে দেখা গেছে, ঘটনার আগের দিন, ৫ মার্চ ৬টা ২৫ মিনিটে তিনি একটি স্ট্যাটাস দেন। সেখানে চুল কাটার একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘সাদের জীবন নষ্ট করলাম শুধু তোর জন্য। তুই ভালো থাক দোয়া করি আল্লাহ তরে অনেক ভালো রাখুক’। একই দিনে এর আগে তিনি ফেসবুকের ব্যানার ছবি পরিবর্তন করে লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ পিক। হয়তো আর কোনো দিন প্রোফাইল চেঞ্জ করব না। ভালো থাকুক সবাই, আল্লাহ হাফেজ’। ওই স্ট্যাটাসে কয়েকজন কমেন্ট করে জানতে চাইলে তিনি উত্তরে বলেন, ‘একটু পরে হয়তো সব হবে ইনশাআল্লাহ’।

নিহতের নানা জানান, বছরখানেক আগে সৌরভ এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করে। তবে, মেয়ের পরিবার আইনি প্রক্রিয়ায় মেয়েকে ফিরিয়ে নিয়ে যায়। সৌরভ কলেজে ভর্তি হলেও নিয়মিত ক্লাস করত না, বাড়িতেই থাকত। কিন্তু, বৃহস্পতিবার কেন সে এমন ঘটনা ঘটিয়েছে, তা তাদের বোধগম্য নয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা