দিনের দীর্ঘ সময় পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে মাদারীপুর জেলার শিবচরের সড়ক-মহাসড়ক।শুক্রবার রাতে শীতের মাত্রা বাড়ার কারণে বেড়েছে কুয়াশার ঘনত্ব। ভোরে কুয়াশার মাত্রা বেশি থাকায় যানবাহন চলাচলে ছিল ধীর গতি। কুয়াশার কারণে স্বল্প দূরত্বেও দিক নির্ণয় করতে কষ্ট হওয়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে পরিবহনগুলো। আজ শনিবার ভোর থেকে পৌনে ৮টা পর্যন্ত শিবচরের এক্সপ্রেসওয়ে ও আঞ্চলিক সড়কের চিত্র ছিল এমনই।এ কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলে ধীরগতি দেখা গেছে।পদ্মা-আড়িয়াল খাঁ নদীর অববাহিকার মাদারীপুরে ভোর রাত থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে।কুয়াশার কারণে ভোরে সূর্যের দেখা মিলতে সময় লাগে। এদিকে কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে গাড়ি চলাচলে ধীরগতি দেখা গেছে।গত কয়েক দিন ধরেই ভোররাতের দিকে ঘন কুয়াশা পড়ছে। সকাল ৭-৮টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে মহাসড়কসহ এই এলাকার চারপাশ। এদিকে কুয়াশার কারণে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহন চলাচল করছে ধীরগতিতে। ভোরের দিকে যানবাহন চলাচলও বেশ সীমিত রয়েছে। এ ছাড়া স্বল্প দূরত্বের ছোট যানবাহনগুলো কুয়াশার কারণে ভোরের দিকে চলাচল কমিয়ে দিয়েছে।কুয়াশার কারণে গত বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চর গোলচত্বরে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।পরিবহন চালকেরা জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে ভোরে গাড়ি চালাতে খুবই সতর্কতা মেনে চলতে হয়। সামান্য দূরত্বেও কিছু দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে সড়কে চলতে হয়।ট্রাকচালক মো. রুবেল নামে এক ব্যক্তি বলেন, ‘ভোরে এখন সড়কে যানবাহন কম। আমরা হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি। গত কয়েক দিন ধরেই বেশ কুয়াশা পড়ছে।এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহুরুল ইসলাম বলেন, ‘ভোরে মহাসড়কে যানবাহন চলাচল কিছুটা কম এখন। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গতি কমিয়ে যানবাহন চলাচল করছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে।’