টাঙ্গাইলের কালিহাতীতে সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত ভাবে ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার উপজেলার শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।চলতি বছর উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০১ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ৪৮৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। কেন্দ্রটি পরিচালনা করেন অধ্যাপক ফরিদা ইয়াসমিন এবং কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন অধ্যাপক আ ন ম শাফিউল্লাহ।২০০৯ সালে সাপ্তাহিক ইনতিজার পত্রিকা প্রথমবারের মতো এই শিশুবৃত্তি পরীক্ষা চালু করে। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শাজাহান সিরাজ কলেজ ছাড়াও কালিহাতীর এলেঙ্গা ও ভোক্তা কেন্দ্র এবং টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও লাউহাটি উপজেলায় আরও তিনটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য শিশুদের মধ্যে পরীক্ষার ভয় দূর করা এবং আত্মবিশ্বাস তৈরি করা। আয়োজক সাপ্তাহিক ইনতিজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক এ.বি.এম. আব্দুল হাই বলেন, “শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং তাদের শিক্ষাজীবনকে আনন্দময় করার লক্ষ্যেই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকরা কলেজ মাঠে অপেক্ষা করেন এবং তাদের সন্তানদের সাফল্যের জন্য প্রার্থনা করেন। এ ধরনের উপস্থিতি শিক্ষার্থীদের মানসিকভাবে উজ্জীবিত করে এবং তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা আজ আর শুধুমাত্র একটি পরীক্ষা নয়; এটি শিশুদের মানসিক বিকাশের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।