বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়কালিহাতীতে ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের  সংবর্ধনা

কালিহাতীতে ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের  সংবর্ধনা

শাহ আলম, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের  কালিহাতীতে ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্তদের কৃতি শিক্ষার্থীদের  সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার সকাল ১১টায় সালাম ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে  এ  সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরা শুধু সালাম ক্যাডেট একাডেমির নয়, সমগ্র কালিহাতীর গর্ব। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তোমরা এই সাফল্য অর্জন করেছো। দেশের ভবিষ্যত গঠনে তোমাদের আরও অবদান রাখার প্রত্যাশা করছি।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ইদ্রিস আলী (বিডিআর) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংক, কালিহাতী শাখার ব্যবস্থাপক জনাব দিদারুল ইসলাম, উপজেলা সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক মজনু মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বদিউজ্জামান টিটু, প্রথম শ্রেণির ঠিকাদার ও হাজী সামাদ শপিং কমপ্লেক্সের মালিক সাইফুল ইসলাম, অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, অধ্যাপক খন্দকার বিল্লাল আহমেদ পলাশ প্রমুখ।
২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় সালাম ক্যাডেট একাডেমির ৩ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং চূড়ান্তভাবে ১ জন শিক্ষার্থী। দেশের শীর্ষস্থানীয় ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ লাভ করে। এই সাফল্যকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।
একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার আব্দুস সালাম বলেন, এই সাফল্য আমাদের দীর্ঘদিনের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফল। আমরা আগামীতেও এই ধারা অব্যাহত রাখবো। অভিভাবকরা একাডেমির শিক্ষাব্যবস্থা ও পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয়। শিক্ষক-অভিভাবকসহ উপস্থিত সকলেই তাদের ভবিষ্যত সাফল্যের জন্য শুভকামনা জানান।

সালাম ক্যাডেট একাডেমির এই অর্জন শুধু প্রতিষ্ঠানের জন্যই নয়, পুরো কালিহাতী উপজেলার জন্য একটি গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা