গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নব গঠিত কমিটির নেতৃবৃন্দ শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবং হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান সজল,সিনিয়র সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম শামীম,শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং কাওরাইদ কালী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মাহমুদুল হাসান(নাজমুল) মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভাংনাহাটি বালিকা দাখিল মাদ্রাসা সুপার বশির আহমেদ মোমতাজি, সাংগঠনিক সম্পাদক এবং আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ধনুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফুল আলম,সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এএসএম সালাহউদ্দিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।