শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
No menu items!
বাড়িসর্বশেষআগে জনগণের হাতে ক্ষমতা তারপরে সংস্কার ---নওগাঁয় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ...

আগে জনগণের হাতে ক্ষমতা তারপরে সংস্কার —নওগাঁয় কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল

নওগাঁ প্রতিনিধি : আগে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে, তারপরে সংস্কার হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করলে দ্রব্যমূল্য স্বাভাবিক হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারন সম্পাদক ফজলে হুদা বাবুল। শুক্রবার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা সদরের বদলগাছী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ঘোষিত ৩১ দফার আলোচনা ও সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি ফজলে হুদ বাবুল আরো বলেন, কেউ কেউ বলেন সংস্কার না হওয়া পর্যন্ত না কি নির্বাচন হবে না। আপনারা নতুন গান গাইছেন কেন। জনগণের হাতে আগে ক্ষমতা দিতে হবে, তারপরে সংস্কার। জনগণের ক্ষমতা হলো পাচ বছর পর পর ভোটের মাধ্যমে মতামত দেওয়ার অধিকার। জনগণের নির্বাচিত প্রতিনিধি আসলে দ্রব্যমূল্য স্বাভাবিক হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার সঙ্গে কোনো আপস নয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার সাথে কোনো আপস করবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধানকে যারা ছূড়ে ফেলতে চায়। তাদেরকে প্রতিহত করবে বিএনপি। বড় জোর সময়ের প্রয়োজনে সংবিধান সংস্কার করা যেতে পারে।বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

সোহেল রানা, নওগাঁ, ১০ জানুয়ারী ২০২৫

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা