পাবনার সাঁথিয়া উপজেলায় পেঁয়াজ রোপণ করতে যাওয়ার পথে করিমনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ কৃষি শ্রমিক।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মাধপুর সড়কের রাঙামাটিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষি শ্রমিকরা পেঁয়াজ রোপণ করতে যাওয়ার জন্য একটি করিমন ট্রাকে চড়ে যাচ্ছিলেন। এই সময় ট্রাকটি দাঁড়িয়ে থাকা করিমনকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরো পাঁচজন আহত হন।নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের ধনী প্রামাণিক (৫০) এবং সাইদ আহমেদ (২৭) অন্তর্ভুক্ত। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।