মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
No menu items!
বাড়িসর্বশেষসিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে এক  নারী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক।আহত চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।রোববার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কুলাই মোড় এলাকায় এ  ঘটনা ঘটে।নিহত ওই নারীর নাম মায়ারুন নেছা(৪০)।মায়ারুন নেছা সিলেটের গোয়াইনঘাট উপজেলার লীমা কুটাপাড়া গ্রামের শহিদ আহম্মদের স্ত্রী।স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, কুলাই মোড় এলাকায় ট্রাকটি দ্রুত গতিতে এসে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। যাত্রী মায়ারুন নেছা ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশাচালককে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। পাশাপাশি ট্রাকচালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা