গাজীপুরের শ্রীপুরে পথচারীকে বাঁচতে গিয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার এমসি বাজার হাসিন সুয়েটার কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম রাশেদ (৩০)।সে উপজেলার মুলাইদ গ্রামের রফিক কন্টাক্টরের ছেলে। স্থানীয়রা জানান,রাত পৌনে ৮টার দিকে মাওনা থেকে উপজেলার এমসি বাজার হাসিন সুয়েটার কারখানার সামনে আসার পর হঠাৎ পথচারী এক বৃদ্ধ তার মোটরসাইকেলের সামনে এসে পড়ে। বৃদ্ধকে বাঁচতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আয়ূব আলী জানান,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি।নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।