রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িসর্বশেষশ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

গাজীপুরের শ্রীপুরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে গিলারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে প্যানডোরা সোয়েটার্স লিঃ ও সেভ দ্যা চিলড্রেনের আয়োজনে গিলারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষকার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।গিলারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির দাতা সদস্য এবং শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের প্রভাষক মফিজুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন রিভার এন্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবেশবিদ খোরশেদ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানডোরা সোয়েটার্স লিঃ প্রশাসনিক কর্মকর্তা আব্দু সালাম,সেভ দ্যা চিলড্রেন প্রতিনিধি মোঃ আতাউর রহমান, সহকারী শিক্ষক জেসমিন আক্তার সহ সকল শিক্ষক ও অভিভাবক সহ প্রমুখ।এ সময় রিভার এন্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবেশবিদ খোরশেদ আলম উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।উপহার হিসেবে শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দিত।প্রধান অতিথি বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরা শিক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটিয়ে তারাই একদিন দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মনে রাখবেন একজন শিক্ষার্থীর ভিত্তি শক্তিশালী করার প্রথম ধাপ হলো মায়ের হাতে শিক্ষা খড়ি। তাই প্রতিটি মায়ের নৈতিক কর্তব্য হলো তার সন্তানের সঠিকভাবে দেখাশোনা করা।

 

 

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা