সমাজকে মাদক থেকে দূরে রাখতে গাজীপুরের শ্রীপুরে মুলাইদ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন পিয়ার আলী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হাসান বিপুল।উক্ত খেলায় তেলিহাটি ইউনিয়ন ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ফাহাদ আহমেদ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী সফিকুল ইসলাম মাতি।এ সময় বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদল নেতা আরিফ খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষকদলের আহবায়ক সদস্য মাসুম আহমেদ।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদল নেতা ইঞ্জিঃ হাফিজুল ইসলাম অনিক।এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদল নেতা মহসিন খান সহ প্রমুখ।