গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মাওনা ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল করেছে কর্মী সমর্থকরা। রোববার বিকেলে উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী মাওনা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে আনন্দ মিছিল সলিং মোড় থেকে বের হয়ে মাওনা পাথার পাড়া এলাকা পদক্ষিণ করে সলিং মোড় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাওনা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে মাওনা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মাসুম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ডা: মোজাহিদুল কবির,সদস্য সচিব হুমায়ুন কবির,যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকন্দ,মাওনা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন আকন্দ এবং যুগ্ন আহবায়ক রিপন খান,যুগ্ন আহবায়ক আবুল কালাম,যুগ্ন আহবায়ক সেলিম মিয়া,যুগ্ন আহবায়ক ডালিম,যুগ্ন আহবায়ক সোহরাব মোল্লা,যুগ্ন আহবায়ক সুজন খান,যুগ্ন আহবায়ক কিরণ,যুগ্ন আহবায়ক নিজাম উদ্দিন,যুগ্ন আহবায়ক আজিজুর রহমান, যুগ্ন আহবায়ক মতিউর রহমান, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান সহ প্রমুখ।