গাজীপুরের শ্রীপুরে অসুস্থ শ্রমিকদের অ্যাম্বুলেন্স সুবিধা বিভিন্ন দাবিতে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। সোমবার দুপুর আড়াই টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত উপজেলার নয়নপুর বাজার এলাকায় কারখানার গেইটের সামনে নয়নপুর-চকপাড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিদিশা কারখানার শ্রমিকরা।
কারখানার শ্রমিকরা জানান, অসুস্থ শ্রমিকদের অ্যাম্বুলেন্স,ঔষধ সুবিধা সহ ৯ দফা দাবিতে আমরা কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ করছি।
রিদিশা কারখানার প্রশাসনিক কর্মকর্তা জসিম বলেন,দুপুর থেকে বিভিন্ন দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে। শ্রমিকদের সাথে কথা বলে মিমাংসা করার চেষ্টা চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,‘বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলেছি। বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।