গাজীপুরের শ্রীপুর উপজেলায় ২ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিনামূল্যে বোরো হাইব্রিড বীজ বিতরন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৃষি অফিস হল রুমে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার প্রান্তিক ও বর্গা চাষি কৃষকদের মাঝে বিনামূল্যে এসব রবি প্রণ্যেদনা বোরো (হাইব্রীড) বীজ বিতরণ করা হয়। প্রতি কৃষক পেয়েছেন উচ্চ ফলনশিল ২ কেজি করে হাইব্রীড বীজ ধান।শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যরিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে কৃষকদের মাঝে হাইব্রিড বীজ বিতরণ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম খান।এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সন্জয় কুমার পাল,শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা প্রমুখ।