গাজীপুরের শ্রীপুরে উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পশ্চিম অঞ্চলের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টায় হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ অফিস কক্ষে তিনটি ইউনিয়নের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়কের মতবিনিময় সভা সম্পন্ন হয়।উক্ত সভায় শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক আলহাজ্ব আবদুল হান্নান সজলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।এ সময় বিভিন্ন স্কুলের প্রধানগণ বক্তব্য রাখেন।তারা তাদের বিভিন্ন সমস্যাগুলো তোলে ধরেন।শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক আলহাজ্ব আবদুল হান্নান সজল সভাপতির বক্তব্যে বলেন,এটি একটি অরাজনৈতিক সংগঠন।আমরা সবাই এক পরিবারের সদস্য।উপজেলার সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে এ সংগঠন কাজ করে যাচ্ছে।সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে সকল শিক্ষকের সহযোগিতা কামনা করছি।পাশাপাশি উপজেলার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের সকল সমস্যা সমাধান ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।