রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িসর্বশেষশ্রীপুরে নিজ কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

শ্রীপুরে নিজ কক্ষ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল আটটার দিকে নিহতের মরদহটি উদ্ধার করে পুলিশ।নিহত ওই তরুণীর নাম তামান্না আক্তার (১৬)।তামান্না আক্তার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামের আখতার হোসেনের মেয়ে। তিনি বাবা-মার সঙ্গে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের মোঃ মামুনের ভাড়া বাসায় থাকতেন।স্থানীয় লোকজন জানান,ভোর সকালে তামান্নার মা- বাবা দুজন কাজ করতে বাড়ি বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর তরুণী মা বাড়িতে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ভেতরে থাকা তার মেয়ে তামান্নাকে বারবার ডাকলেও কোন সাড়া পাননি। এরপর ঘরের এক ফাঁক দিয়ে স্থানীয় লোকজন দেখতে পান তামান্না ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁসিতে ঝুলে আছে। এরপর দরজা ভেঙে ভিতরে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে তামান্নার নিথর মরদেহ নামানো হয়। তামান্নার মা আনোয়ারা বেগম বলেন, তার মেয়ে কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। কিন্তু কেন আত্মহত্যার করেছেন তা তিনি বুঝতে পারছেন না। শ্রীপুর থানার উপ পরিদর্শক ( এস আই) রেজাউল করিম বলেন, লাশ সুরতহালের পর ময়নাতদন্তে পাঠানোর কাজ চলছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা