গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাওনা সলিং মোড় পাথার পাড়া আইডিয়াল স্কুলের পাশে একটি তুলার গোডাউন এ ঘটনা ঘটে। মাওনা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার জয়ন্ত বলেন, মাওনা পাথারপাড়া এলাকায় সন্ধ্যার দিকে জহিরুল ইসলামের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, অগ্নি নির্বাপনের চেষ্টা করেছে। তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।