গাজীপুরের শ্রীপুরে সাইদুর রহমান নামের এক ব্যক্তি বনভূমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণকালে উচ্ছেদ অভিযান চালায় বন বিভাগ।নির্মীয়মাণ সীমানাপ্রাচীরসহ স্থাপনা ভেঙে বন বিভাগের কর্মীরা প্রায় তিন কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করেছেন।বুধবার সকালে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের রাথুরা বিট এলাকায় ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।বিট অফিস সূত্রে জানা যায়, রাথুরা বিটের বেলতলি কেম্পের পাশে ২৭০০ নং সিএস দাগে সাইদুর রহমান তার লোকজন দিয়ে বনের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলো।খবর পেয়ে বিট অফিসের লোকজন গিয়ে বাধা প্রদান করে সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়।সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার কয়েক ঘন্টা পরে সাইদুর পুনরায় কাজ শুরু করিলে নির্মাণাধীন অবৈধ সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর রেঞ্জ,রাথুরা বিটের কর্মকর্তা সহ বনবিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে সাইদুর রহমান নামে এক ব্যক্তি বনবিভাগের জমি জবরদখলে নেওয়ার খবর পাই। খবর পেয়ে প্রথমে রাথুরা বিট কর্মকর্তার নেতৃত্বে সীমানা প্রাচীর ভেঙে বনভূমি উদ্ধার করা হয়।এ ঘটনায় জবর দখল কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত জমিতে বনের চারা রোপন করা হবে।