গাজীপুরের শ্রীপুরে ব্লাড ডোনার হেল্পলাইন বাংলাদেশ তৃতীয় বর্ষে পদার্পণ, প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া বড়চালা শাহ পরান সুপার মার্কেটের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্য এবং গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা তারিকুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি এবং পরান টাইলস এন্ড স্যানেটারী হাউজের স্বত্বাধিকারী শাহ পরানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং গাজীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া মিথেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন গাজীপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সহ নানা শ্রেণি পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া মিথেন বলেন,ব্লাড ডোনার হেল্পলাইন বাংলাদেশ একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন।এই সংগঠন গত দুই বছরে কয়েক হাজার ব্যাগ রক্ত বিনামূল্যে দান করেছে। এছাড়া এই সংগঠন আরো সামাজিক মূলক কাজ করে থাকে। যেমন, বৃক্ষরোপন কর্মসূচি, অসহায়দের আর্থিক সাহায্য প্রদান ও গরীবদের পাশে দাড়ানোর মতো সামাজিক কাজ করে থাকে। এই সংগঠনের পাশে থেকে সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ৫০ জন রক্তদাতা, ১০০ জন স্বেচ্ছাসেবী ও ১৭ টি সংগঠনকে সংবর্ধনা দেয়া হয়।