গাজীপুরের শ্রীপুরে বরমী ডিগ্রী কলেজের দাতা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রোকনুজ্জামান রাসেল মোড়ল।শনিবার ( ৮ই ফেব্রুয়ারি) উপজেলার বরমী ডিগ্রী কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত ‘অভিভাবক-দাতা প্রতিনিধি নির্বাচন-২০২৫’এর নির্বাচনে দাতা সদস্যদের ভোটে দাতা প্রতিনিধি নির্বাচিত হন তিনি।নির্বাচিত তিনজন অভিভাবক প্রতিনিধির মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হন মঈনুল হোসেন।কলেজের এই অভিভাবক প্রতিনিধি নির্বাচনে নিজাম মোড়ল দ্বিতীয় এবং আলম সরকার তৃতীয় হয়েছেন। নির্বাচনে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন।দাতা প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর রোকনুজ্জামান রাসেল মোড়ল বলেন,কলেজের সুনাম বৃদ্ধিতে আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব। শিক্ষার প্রসারে সচেষ্ট থাকব।অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর নিজাম মোড়ল বলেন,বরমী ডিগ্রি কলেজ শ্রীপুরের মধ্যে একটি ঐতিহ্যবাহী কলেজ। কলেজের সুনাম বৃদ্ধিতে আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব। অতীতের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ এবং শিক্ষার প্রসারে সচেষ্ট থাকব।এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন,অত্র কলেজের অধ্যক্ষ জনাব তাফাজ্জাল হোসেন।