রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
No menu items!
বাড়িলিড নিউজনোয়াখালীতে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় বজ্রপাতে সুমি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চল গ্রামে এদুর্ঘটনা ঘটে।নিহত সুমি একই ওয়ার্ডের মো.ইউসুফের মেয়ে।স্থানীয় গ্রাম পুলিশ আলাউদ্দিন জানান, দুপুরের দিকে  নিঝুম দ্বীপে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। তখন ঘরের পাশে থাকা শুকনো লাকড়ি রান্না ঘরে নেওয়ার জন্য  বের হয় সুমি। বজ্রপাত শুরু হওয়ায় সে একটি গাছের নিচে আশ্রয় নেয়। ওই সময় গাছটি বজ্রপাতের শিকার হয়। এতে গাছের বাকল ছিঁড়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়।নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো.হাসান বলেন, নিহতের পিতা পেশায় একজন দিনমজুর। বজ্রপাতে তার মেয়ের এমর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, বিষয়টি পুলিশকে কেউ জানায়নি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

কালিহাতীতে আ’লীগ নেতা আটক 

ব্রাজিলে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা