শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
No menu items!
বাড়িসর্বশেষনরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত

নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায়আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্য নিহত হয়েছেন।এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার মেতিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—পলাশতলী ইউনিয়ন পরিষদের সদস্য মানিক মিয়া ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম। তারা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সমর্থক।নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও কল্পনা বেগম একই ইউনিয়নের আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ও সাবেক নারী ইউপি সদস্য।পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সংঘর্ষে রুবেলের চাচা মানিক মিয়া পাশের চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। এতে হারুন অর রশিদের সমর্থকরা তাকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে কল্পনা বেগমও মারা যান।রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার বলেন, দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা