নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার চান্দাশ ইউনিয়নের বাগডোব বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু হাসান বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য এস এম শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে কৃষকদের উদ্দেশ্যে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর বিএনপিতে অনেক ধান্দাবাজ ও চাঁদাবাজ ঢুকেছে। আপনারা দয়া করে এসব ধান্দাবাজদের সঙ্গ দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম খারাপ করবেনন না। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি ফজলে হুদা বাবুল।