নওগাঁয় চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি রফিককে (৩৭)কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। আটককৃত রফিক নওগাঁ সদর উপজেলার সাহাপুর মাষ্টারপাড়া এলাকার আব্দুস ছাত্তার ছেলে। সোমবার দুপুরে জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গোপণ সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঢাকা পূর্ব রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় সন্ত্রাসী হামলায় ৩ সহোদরসহ চারজন গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটে। আটক রফিকসহ অন্যান্যরা গুলি করে ও ধারালো অস্ত্রের আঘাতে আফজাল হোনেসের ছেলে আব্দুল মজিদ (৬০) এবং অপর দুই ছেলে কাবিল হোসেন (৫২) ও শফিকুল ইসলাম (৪৫) নামের তিন ভাইকে আহত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকায় মোহাম্মদ আলী নামে আওয়ামী লীগের এক ক্যাডার অবৈধভাবে এক জমি দখলে রেখেছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর তার অবৈধ দখলে থাকা সেই জমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেয় এলাকার সচেতন ব্যক্তি ভিকটিম আব্দুল মজিদ। এ ঘটনার জেরে শনিবার রাতে ইয়াদ আলী মোড়ের সামনে মোটরসাইকেল যোগে দুর্ধর্ষ সন্ত্রাসী রফিক, মোহাম্মদ আলী ও মিলন আসে এবং কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসী মোহাম্মদ আলী আব্দুল মজিদকে দেখা মাত্রই আগ্নেয়াস্ত্র দিয়ে সরাসরি গুলি করে। তাৎক্ষণিক আব্দুল মজিদের দুই ভাই এগিয়ে এলে তিন ভাইকেই রামদা দিয়ে রফিক ও মিলনসহ অন্যান্য সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ওই মুহূর্তে হামলাকারীদের বাধা দিতে গেলে কোপানো হয় স্থানীয় জনৈক ব্যক্তি সুবিদ আলীকেও। এরপর স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর আহতদের নওগাঁ জেনারেল হাসপাতালে নেয়া হলে ভিকটিমদের অবস্থা আশঙ্কাজনক হলে আব্দুল মজিদসহ তার দুই ভাই কাবিল হোসেন ও শফিকুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় আহতদের ভাই বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি অস্ত্র মামলা ও একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। নওগাঁ জেলার সদর থানায় মামলা দায়েরের পর র্যাব-৫ এবং র্যাব-১২ এর আভিযানিক দল মো. রফিককে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঢাকা রোড পূর্বমাথা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলেও জানানো হয়।নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।এদিকে এঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনার দিন রাতেই স্থানীয়রা দুই জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।