মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে শোলাকুঁড়িতে বার্ষিক স্নান ও মেলা সম্পন্ন

টাঙ্গাইলে শোলাকুঁড়িতে বার্ষিক স্নান ও মেলা সম্পন্ন

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুঁড়িতে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক পূণ্যস্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিন ব্যাপী বৈশাখ মাসের আমাবস্যা তিথিতে শত বছরের পুরনো এই ঐতিহ্যবাহী আয়োজন সম্পন্ন হয়।

শোলাকুঁড়ির বিশাল পুকুরে পূণ্যস্নানে অংশ নিতে ভোর থেকেই টাঙ্গাইল, সিরাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা ভিড় করেন। স্নান শেষে তারা মেলায় অংশ নেন।

পূণ্যস্নান উপলক্ষে স্থানীয়রা বাড়ির আঙিনায় ও সড়কের দুপাশে সাময়িক দোকান বসিয়েছেন। এসব দোকানে মিষ্টান্ন, পোশাক, খেলনা ও বিভিন্ন ধরনের খাবার সামগ্রী বিক্রি হয়। মেলার কারণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

পূণ্যার্থীরা জানান, আত্মশুদ্ধি ও ধর্মীয় অনুভূতির প্রকাশ ঘটাতেই তারা প্রতিবছর এই স্নানে অংশগ্রহণ করে থাকেন। আয়োজক কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

এ আয়োজনকে ঘিরে শোলাকুঁড়িতে মানুষের মিলনমেলা বসে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রাণচাঞ্চল্য আসে বলে জানান স্থানীয়রা।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা

রেমিট্যান্সে জোয়ার, ২১ দিনে এলো ২ বিলিয়ন ডলার