বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
No menu items!
বাড়িজাতীয়টাঙ্গাইলে অসমাপ্ত ব্রিজে দুর্ভোগে ৪১ গ্রাম  মানুষ,শিক্ষার্থীদের মানববন্ধন

টাঙ্গাইলে অসমাপ্ত ব্রিজে দুর্ভোগে ৪১ গ্রাম  মানুষ,শিক্ষার্থীদের মানববন্ধন

শাহ আলম, কালিহাতী  প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দেওপাড়া ইউনিয়নে একটি ব্রিজের কাজ সম্পন্ন না হওয়ায় দুর্ভোগে পড়েছেন  ৪১ গ্রামের কয়েক লাখ মানুষ।উপজেলার  কালিহাতী-ধলাপাড়া সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ লাঘব করার দাবিতে ওই এলাকার ৪১ গ্রামের মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার ব্রিজ সংলগ্ন পাকা রাস্তায় ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন মিলিটারি, দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল কাশেম, ঘাটাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি কহিনুর ইসলাম, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল রানা প্রমুখ। এ সময় দেওপাড়া গণউচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কালিহাতী উপজেলার কস্তুরিপাড়াসহ ৪১ গ্রামের মানুষ উপস্থিত ছিলেন।
দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, কৃষক দলের সভাপতি আব্দুল হাই বুলবুল এবং ইউপি সদস্য মুক্তার আলীসহ আরও অনেকে।

এছাড়া মানববন্ধনে অংশ নেন আশপাশের স্কুল-কলেজের কয়েক হাজার শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, খাকুরিয়া ব্রিজটির কাজ এক বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও চার বছরেও তা বাস্তবায়িত হয়নি। সাব-ঠিকাদারের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা, আর তিনি রয়েছেন পলাতক। ফলে কাজ থেমে আছে বছরের পর বছর। এতে করে আশপাশের ৪১টি গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।

ব্রিজ না থাকায় ইতোমধ্যেই প্রাণ গেছে এক ব্যক্তির, মারাত্মক আহত হয়েছে এক স্কুল শিক্ষার্থী। দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছেই। বয়স্ক, নারী ও শিশুদের জন্য এই রাস্তা যেন মৃত্যু ফাঁদ।

ভুক্তভোগী এলাকাগুলোর মধ্যে রয়েছে—সরাশাক, কালিকাপুর, কোচপাড়া, পাঞ্জারচালা, শিবেরপাড়া, বাদেআমজানী, তালতলা, দেওপাড়া, কালিয়ান, গান্ধী, চাম্বুলতলা, রানাদহ, মলাজানী, যুগিয়াটেংর, ভবানী, মালেঙ্গা, গন্ডঘোষ, চৌরাশা, কাপাসিয়া, হরিণাচালা, দেলুটিয়া, ভাগলেরপাড়া, বাণীবাসাসহ আরও বহু এলাকা।

মানববন্ধনকারীরা বলেন, “এই ব্রিজ আমাদের ন্যায্য অধিকার। দ্রুত কাজ শেষ না হলে আরও কঠোর কর্মসূচিতে যাব।”

তাদের দাবির প্রতি দ্রুত সাড়া দিয়ে সংশ্লিষ্ট দফতরের কার্যকর পদক্ষেপ ও যথাযথ তদন্তের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার সেবায় কালিয়াকৈর গ্রুপ

টিভিতে আজকের খেলা